বিএনপির ডাকা আগামীকাল রবিবারের গণঅনশনে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন বিকেল ৪টায় গণঅনশনে যোগ দিয়ে তিনি সংহতি প্রকাশ করবেন।
আজ শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিং এ কথা জানান।
সারাদেশে গুম-হত্যার প্রতিবাদে সম্প্রতি গণঅনশনের ডাক দেয় বিএনপি। দলটির মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে সকাল নয়টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ গণঅনশন চলবে।