নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
সিটি করপোরেশনের আরেক কাউন্সিলর নূর হোসেনের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের বাড়িতে অভিযান চালিয়ে তাদেক আটক করা হয়। এসময় ওই বাড়ি থেকে একটি রক্তমাখা মাইক্রোবাস জব্ধ করা হয়। অপহরণের পর কাউন্সিলর নজরুলসহ ওই সাতজনকে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি নূর হোসেন।
বেলা সাড়ে ১১টা থেকে ওই বাড়িটিতে যৌথ অভিযান শুরু করে র্যাব ও পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) খন্দকার মহিদ উদ্দিন এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানিয়েছেন, আটক তিনজনের মধ্যে দুইজনকে নূর হোসেনের বাড়ি থেকে এবং অপর জনকে আটক করা হয় ঢাকার আশপাশ থেকে।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। এর পরদিন নারায়ণগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নজরুল ইসলামের স্ত্রী। কাউন্সিলর নূর হোসেনকে প্রধান করে মামলায় আসামি করা হয় মোট ১২ জনকে।
মামলার অন্য ৫ আসামি হলেন : একই থানার সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, নূর হোসেনের ঘনিষ্ঠ ও বিএনপি অনুসারী হাসমত আলী হাসু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজু, একই থানার শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আশিক এবং ভূমি ব্যবসায়ী ও নূর হোসেনের ঘনিষ্ঠ ইকবাল হোসেন।