প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আমাদের দেশের মানুষ অনেক মেধাবী। আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা পরনির্ভরশীল হয়ে থাকতে চাই না। আত্মমর্যাদাশীল হয়ে থাকতে চাই।'
আজ শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে-আইইবি’র ৫৫তম কনভেনশনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের যেকোনো কাজে আপনারাই পরামর্শ দেবেন। বাইরে দেশের লোক ধার করতে হবে কেন?'
তিনি আরও বলেন, 'আমাদের দেশের আলো বাতাসের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে। দেশের পরিস্থিতি আপনারাই ভালো বুঝবেন। বাইরে থেকে কেউ এসে কাগজ কলম দেখে পরামর্শ দিবে এটা বাস্তবসম্মত নয়।'
পদ্মা সেতু সম্পর্কে তিনি বলেন, 'পদ্মা সেতু নিয়ে একটি রাজনৈতিক খেলা ছিল। এখন আমরা নিজেরাই সেতুর কাজ শুরু করেছি।'