বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে পূর্বঘোষিত আওয়ামী লীগের জনসভার তারিখ পরিবর্তন করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১০ জানুয়ারির পরিবর্তে ওই সমাবেশ দুই দিন পিছিয়ে ১২ জানুয়ারি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠক শেষে রাত সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, বিশ্ব ইজতেমার কারণে এই তারিখ পরিবর্তিত করা হয়েছে।
হানিফ বলেন, সারা দেশের মুসলমান সহ সারা বিশ্বের মুসলমানরা বিশ্বের এই দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসবে যোগ দিতে আসছেন। এ কারণেই আমাদের কর্মসূচি পরিবর্তন করে ১২ তারিখে নেয়া হয়েছে কারণ ৯, ১০, ১১ এই তিনদিন বিশ্ব ইজতেমা।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব