দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলবে বলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বরাত দিয়ে জানিয়েছেন দলটির নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান।
আজ বৃহস্পতিবার রাত ১০টায় গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব