আম বয়ানের মধ্য দিয়ে শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশি-বিদেশি মুসল্লিদের পদচারণায় ইসলামী মিলনমেলায় পরিণত হয়েছে বিশ্ব ইজতেমা ময়দান। ইজতেমাকে সর্বাত্মকভাবে সফল করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক নজরদারি ও প্রশাসনের তরফে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।
টঙ্গীর তুরাগ তীরে ফজরের নামাজের পর তাবলিগ জামাতের অন্যতম জ্যেষ্ঠ মুরুব্বি পাকিস্তানের মাওলানা ইসমাইল হোসেনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। দেশের ৩২টি জেলার কয়েক লাখ মুসল্লি জেলাভিত্তিক ৪০টি আলাদা খিত্তায় বিভক্ত হয়ে অবস্থান করছেন শামিয়ানা খুঁটির অস্থায়ী নিবাসে। বিশ্বের অর্ধশত দেশ থেকে কয়েক হাজার মেহমান ইজতেমায় অংশ নিয়েছেন। এর আগে রাতভর বাস, ট্রেন, টেম্পুযোগে ইজতেমা ময়দানে আসতে দেখা যায় মুসল্লিদের।
শীতের ভোগান্তি সত্ত্বেও কেবল দ্বীনের আলোয় নিজেকে আলোকিত করতে কোন কষ্টকে আমলে নিচ্ছেন না মুসল্লিরা।
ইজতেমা ময়দানকে ঘিরে যেকোনো অশুভ শক্তির সকল প্রকার নাশকতা এড়াতে পুরো ইজতেমা প্রাঙ্গন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। এ লক্ষে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৫/আহমেদ