আলাদা সড়ক দুর্ঘটনায় শুক্রবার রাজধানীর শাহাজাদপুরে ও সাভারের ধামরাইয়ে সাতজন মারা গেছেন। সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহাজাদপুর তৃপ্তি হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন। অপরদিকে সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় চারজন নিহত হয়েছেন।
শাহজাদপুরে দুর্ঘটনায় নিহতরা হলেন, রিকসাচালক বিল্লাল হোসেন (৩০) ও মো. লিটন (৩০) এবং নিরাপত্তাকর্মী আবু তাহের ভূইয়া (৬০)।
সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন রিকশাচালক মো. লিটন। এছাড়া বিল্লাল হোসেন ও আবু তাহেরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হয়েছেন, ইয়াদুল (১৬)। তিনি বলেন, 'আমি পেশায় রুটি-হালুয়া বিক্রেতা। আমি ওই স্থানে দাঁড়িয়ে রুটি-হালুয়া বিক্রি করছিলাম। তার পাশে একটি খালি বাস দাঁড়িয়ে ছিল। এমন সময় ওই বাসটিকে সুপ্রভাত পরিবহনের (ঢাকা মেট্রো- জ-১১-২৭৫৮) একটি বাস এসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।'
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ ও বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ওই বাসটিকে আটক করা হয়েছে।
অন্যদিকে সকালে ঢাকাগামী একটি প্রাইভেটকার ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এলে মানিকগঞ্জগামী একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হন। এতে গুরুতর আহত হন প্রাইভেটকারচালক রেজোয়ান। দুপুরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতরা হলেন- যশোর শহরের হুশতলা মৃত মোশারফ হোসেনের ছেলে রইচ উদ্দিন (২৭), মৃত মোতালেব হোসেনের ছেলে হাজী নাজিম উদ্দিন (৪০) এবং মৃত সাহেব আলীর ছেলে নাসির উদ্দিন (৪২) ও যশোর সদর উপজেলার সাড়াপোল রুপদিয়া গ্রামের রেজোয়ান(২৭)।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার আলী জানান, সকালে টঙ্গীর ইজতেমাগামী একটি প্রাইভেটকার ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মানিকগঞ্জগামী একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দেয়।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৫/আহমেদ