ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাসচাপায় মৃতের সংখ্যা বেড়ে ৪ হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকার ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর শহরের হুশতলা মৃত মোশারফ হোসেনের ছেলে রইচ উদ্দিন (২৭), মৃত মোতালেব হোসেনের ছেলে হাজী নাজিম উদ্দিন (৪০) এবং মৃত সাহেব আলীর ছেলে নাসির উদ্দিন (৪২) ও প্রাইভেটকারের চালক রেজোয়ান(২৭)।
রেজোয়ান দুপুরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি যশোর সদর উপজেলার সাড়াপোল রুপদিয়া গ্রামে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার আলী জানান, সকালে টঙ্গীর ইজতেমাগামী একটি প্রাইভেটকার ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মানিকগঞ্জগামী একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য মেডিকেলে পাঠানো হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়েছে। নিহত তিনজনের মরদেহ ধামরাই থানায় রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৫/আহমেদ