পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, “ধর্মকে বিকৃত করে যারা জননিরাপত্তার হুমকি তৈরি করে, মানুষ হত্যা করে, সেটা বন্ধ করতে হবে। কৌশলে যারা জঙ্গিবাদকে উসকে দেয় তাদের ব্যাপারে তথ্য সংগ্রহের নির্দেশনা রয়েছে।”
শনিবার রাজধানীর পুলিশ সদর দফতরে ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ‘ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ: পুলিশ ও ওলামা মাশায়েকদের করনীয়’ নিয়ে আলোচনা হয়।
শহীদুল হক বলেন, “ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে, তরুণ যুবকদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে, তাদের বোঝানো হচ্ছে হত্যা করলে বেহেস্ত যাওয়া যাবে। ইসলাম শান্তির ধর্ম, এখানে হত্যার কোন জায়গা নেই। কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে যারা দেশ ও ইসলামের নিরাপত্তারা জন্য হুমকি, তাদের বিরুদ্ধে সমন্বিতভাবে জনমত তৈরি করতে হবে।”
ওলামাদের উদ্দেশে তিনি বলেন, “২১ জন জঙ্গির ফাঁসির আদেশ হয়ে আছে। অতি দ্রুত মামলাগুলো নিষ্পত্তি হোক সেটা আমরা প্রত্যাশা করছি। ধর্মের নামে যারা অপপ্রচার করে তাদের কাউন্টার দেবেন। সত্যিকার ইসলামের দর্শন প্রচার করতে হবে।”
অনুষ্ঠানে ইসলামিক টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল পিস টিভির সম্প্রচার বন্ধ করতে আইজিপির প্রতি অনুরোধ জানিয়েছেন ওলামা-মাশায়েখরা। এছাড়াও ওয়াজ-মাহফিল করার আগে থানা থেকে অনুমতি নেওয়াসহ একগুচ্ছ দাবি জানিয়েছেন তারা।
এ প্রসঙ্গে শহীদুল হক বলেন, “পিস টিভি বন্ধের ব্যাপারে বলেছেন, সেখানে ইসলাম বিরোধী প্রচারণা হচ্ছে, জঙ্গিবাদকে উসকে দেওয়া হচ্ছে। প্রকৃত ইসলামের সঙ্গে কনফ্লিক্ট তৈরি করে এমন কোন সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে তা তথ্যমন্ত্রী ও পুলিশকে জানান। বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে।”
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জমামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৫/মাহবুব