জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে এক বাংলাদেশিসহ ৫ জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়ান পুলিশ। গত ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয় বলে দেশটির পুলিশ প্রধানের বিবৃতি দিতে শনিবার এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
বিবৃতিতে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে একজন মালয়েশিয়ান এবং চারজন বিদেশি নাগরিক। এদের মধ্যে ৪৪ বছর বয়সী এক ইউরোপীয়, যিনি দেশটির পেনাং প্রদেশে অস্থায়ী শিক্ষক হিসেবে কাজ করছিলেন। তার সঙ্গে আল কায়েদার সম্পর্ক আছে।”
খালিদ আরও বলেন, “বাকিদের মধ্যে ৩১ বছর বয়সী এক ইন্দোনেশীয় পুরুষ, এক মালয়েশীয় ও এক বাংলাদেশি আইএসের একটি সেলের সঙ্গে জড়িত। বিদেশে জঙ্গি কার্যক্রমে অংশ নিতে স্বেচ্ছাসেবক সংগ্রহে তারা তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের নেতা হিসেবে ২০১৪ সাল থেকে ফেইসবুকে আইএস নেতা আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য দেখিয়ে আসছেন ওই ইন্দোনেশীয় নাগরিক।
মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন, “ওই ইন্দোনিশীয় ও মালয়েশীয় মিলে মালয়েশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়ার অন্যান্য দেশ থেকে সিরিয়াভিত্তিক আইএসের জন্য সদস্য সংগ্রহের কাজ করতেন।”
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৫/মাহবুব