বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে বঙ্গোপসাগর থেকে মায়ানমারের ১২টি মাছ ধরার ট্রলারসহ ৯২জন জেলেকে আটক করেছে নৌ-বাহিনী।
এসময় ট্রলারগুলো থেকে বিপুল পরিমাণ মাছ ও জাল জব্দ করা হয়। আটক হওয়া ট্রলার, মাছ ও জালের আনুমানিক মূল্য ১০ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে নৌ-বাহিনী।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে নিয়মিত টইল দেওয়ার সময় টেকনাফের সেন্টমার্টিনের অদূরে গভীর সাগর থেকে ট্রলারসহ তাদের আটক করা হয়।
নৌ-বাহিনীর সেন্টমার্টিন ফরওয়ার্ড বেস স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট এস এম সাইফুল আলম কিবরিয়া জানান, নৌ-বাহিনীর সদস্যরা বিএন ধলেশ্বরী জাহাজে করে নিয়মিত টহল দেওয়ার সময় গভীর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মায়ানমারের কিছু ট্রলারকে মাছ ধরতে দেখতে পায়।
পরে অনুপ্রবেশের দায়ে এসব ট্রলারসহ ৯২জন মাঝি-মাল্লাকে আটক করা হয়। এসময় ট্রলারে থাকা জাল ও সংগ্রহ করা মাছও জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন