অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে দেশি টেলিভিশন চ্যানেলগুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার সচিবালয়ে বেসরকারি টিভি চ্যানেল মালিকদের সংগঠন এটিসিওর সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশি টিভি চ্যানেলগুলোর সিরিয়াল আগে দিতে হবে। অন্যথায় চ্যানেল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
একইসঙ্গে সিরিয়াল করার ক্ষেত্রে টিভি চ্যানেল প্রতিষ্ঠাকালীন যাদের চ্যানেল আগে ছিল তাদের আগে দিতে হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব