বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির চৌত্রিশতম বিসিএস থেকে ক্যাডার পদ না পাওয়া ৮১ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে উপেজেলা/ থানা নির্বাচন কর্মকর্তা পদে ৩৩ জন এবং সাব-রেজিস্ট্রার পদে ৪৮ জনকে নিয়োগ দেওয়া হয়। তবে তথ্যগত বিভ্রান্তি এবং ঠিকানায় গরমিলের কারণে তিন প্রার্থীর ফলাফল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আজ বুধবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ অনুযায়ী, বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাপার পদে নিয়োগ দিচ্ছে পিএসসি।
উল্লেখ্য, ৩৪তম বিসিএসে আট হাজার ৭৬৩ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়। এদের মধ্য থেকে ইতোমধ্যে দুই হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।
বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর ২০১৫/শরীফ