বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১২টি মাছ ধরার ট্রলারসহ আটক ৯২ জনকে পুলিশের কাছে সোপর্দ করেছে নৌবাহিনী।
আজ বুধবার দুপুর ১টায় টেকনাফ কোস্টগার্ড জেটি এলাকায় তাদের সোপর্দ করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, মিয়ানমারের ৯২ নাগরিককে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
নৌবাহিনী সেন্টমার্টিন স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল আলম কিবরিয়া জানান, নৌবাহিনীর সদস্যরা (বিএন) ধলেশ্বরী জাহাজে করে নিয়মিত টহল দেয়ার সময় গত মঙ্গলবার বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মিয়ানমারের কিছু ট্রলারকে মাছ ধরতে দেখতে পায়। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে এসব ট্রলারসহ ৯২ জন মাঝিমাল্লাকে আটক করে। এ সময় ট্রলারে থাকা জাল, সংগ্রহ করা মাছও জব্দ করা হয়।
আজ বুধবার দুপুর ১টায় আটক মিয়ানমারের এসব জেলেকে ট্রলারসহ টেকনাফ নিয়ে এসে পুলিশের কাছে সোপর্দ কর নৌবাহিনী।
বিডি-প্রতিদিন/ ০৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন