ভবিষ্যৎ প্রজন্মের জ্বালানি নিরাপত্তার কথা ভেবে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বৃহস্পতিবার 'বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৫' উপলক্ষে আয়োজিত বিদ্যুৎ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বিশ্ব রাজনীতির পরিবর্তন এসেছে। এ কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের কথা চিন্তা করে আমাদের সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে সৌর ও বায়ু বিদ্যুতের দিকে জোর দেওয়ারও আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই- এলাহী।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব