আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাহবুব-উল আলম হানিফ।
রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে রবিবার রাতে তিনি এ কথা জানান।
মাহবুব উল আলম হানিফ বলেন, দলীয় মনোনয়ন না দেওয়ার পরেও যারা পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন তাদের আমরা দলের পক্ষ থেকে বুঝিয়েছি। কিন্তু এখনো যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে অনড় রয়েছেন তাদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলের আগামী কার্যনির্বাহী কমিটির বৈঠকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
তিনি বলেন, দল থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়নি এমন প্রার্থীদের পক্ষে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিএম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ