শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকাল ৮টা ১ মিনিটে একসঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ বেদীতে ওঠেন। এরপর প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, আজ ১৪ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। পুরো দেশ বিনম্র শ্রদ্ধায় ১৪ ডিসেম্বর কুচক্রিকারীদের হাতে নিহত দেশের শ্রেষ্ঠ ও মেধাবী সন্তানদের স্মরণ করছে।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/শরীফ