পাকিস্তানের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
এর আগে সোমবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে তিনি ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, ''আজ থেকে সন্ত্রাসীরাষ্ট্র পাকিস্তানের কোন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্য কোন প্রতিষ্ঠানের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনপ্রকার সম্পর্ক থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোন ছাত্র বা শিক্ষক পাকিস্তানে যাবে না। এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে।''
একইসঙ্গে সরকারের প্রতি পাকিস্তানের সঙ্গে সকল প্রকার কূটনৈতিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান তিনি।
এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, নতুন করে পাকিস্তানি কোন শিক্ষার্থীকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে না। তবে আগে থেকে যে সব পাকিস্তানি শিক্ষার্থী ঢাবিতে পড়ছে তাদের ছাত্রত্ব বাতিল করা হবে না। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাবিতে উর্দু বিভাগ থাকবে কারণ আমরা কোন ভাষার প্রতি বিদ্বেষ পোষন করি না। এর আগে গত ১লা ডিসেম্বর এক বিজয়র্যালিতে তিনি পাকিস্তানের সঙ্গে ঢাবির সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ