সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী ট্যাঙ্কলরি ও নসিমনের সংঘর্ষে পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। উপজেলার গাড়াদহে মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, দুর্ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও চারজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/১৫ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ