রাজশাহীর কাটাখালীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের চৌদ্দপাইল এলাকায় ঢাকা থেকে আসা একটি বাসের সঙ্গে অপর একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনার পর ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর, ২০১৫/ রশিদা