নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ।
জানা গেছে, এবার চারটি ইউনিটে ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৬১৩ জন। প্রতি আসনের জন্য লড়ছেন গড়ে ৩৮ জন শিক্ষার্থী।
সি ইউনিটে ৬০টি আসনের বিপরীতে লড়বেন ৩ হাজার ৩৩১ জন, এ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১২ হাজার ৪৭৭ জন, বি ইউনিটে ৪২০টি আসনের বিপরীতে ১১ হাজার ৮৯০ জন ও ডি ইউনিটে ১৪০টি আসনের বিপরীতে ৪ হাজার ৯১৫ জন।
পরীক্ষার হলে সব ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার সময়সূচি :
সি ইউনিট : ১৮ ডিসেম্বর, সকাল ১০.৩০- ১১.৩০টা।
ডি ইউনিট: ১৮ ডিসেম্বর, বিকেল ৩.০০ -৪.০০টা।
এ ইউনিট : ১৯ ডিসেম্বর, সকাল ১০.৩০- ১২টা।
বি ইউনিট: ১৯ ডিসেম্বর, বিকেল ৩.০০- ৪.৩০টা।
বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nstu.edu.bd ভিজিট করতে অথবা ০১৭৬৫৫৯২৬৫৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ