ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ থাকা ফেরি চলাচল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্বাভাবিক হয়েছে। এর আগে, দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল জলিল দ্জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব