দায়িত্ব পালনের মেয়াদ শেষে ঢাকা ত্যাগ করেছেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। তাঁর স্থলে নিয়োগ দেওয়া হয়েছে হর্ষবর্ধন শ্রিঙলাকে। জানুয়ারির মাঝামাঝিতে তিনি ঢাকায় আসবেন।
শনিবার ঢাকায় ভারতের হাইকমিশন থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হর্ষবর্ধন দায়িত্ব বুঝে নেওয়ার আগ পর্যন্ত তাঁর স্থলে দায়িত্ব পালন করবেন ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ স্বইকা। ইতিমধ্যেই তিনি ঢাকায় এসে পৌঁছেছেন।
ঢাকায় দায়িত্ব নেওয়ার আগে ড. আদর্শ স্বইকা নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জাতিসংঘ বিভাগের পরিচালক পদে কর্মরত ছিলেন। তার আগে তিনি বেইজিং, সোফিয়া ও মস্কোতে ভারতীয় মিশনে দায়িত্ব পালন করেন। রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করা এই কূটনীতিক হিন্দি, বাংলা ও রুশ ভাষায় কথা বলতে পারেন।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব