বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত (বেতন বাবদ সরকারি অনুদান পাওয়া) শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতনস্কেলে বেতন পাবেন। আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সরকারি চাকরিজীবীদের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন স্কেলে পাওয়া বেতন গত জুলাই মাস থেকে কার্যকর হবে।
গত ১৫ ডিসেম্বর নতুন বেতনস্কেল ঘোষণা করা হলেও এমপিওভুক্ত শিক্ষকের বিষয়টি স্পষ্ট না করায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে বেশ কিছু স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষকসমাজ।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ