বঙ্গবন্ধু নাতনি ও ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকী এখন ঢাকায়। তার সঙ্গে রয়েছেন মা শেখ রেহানা। আজ সকাল ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন টিউলিপ। সিলেটে এক ঘণ্টা যাত্রাবিরতি দিয়ে ঢাকার পথে রওয়ানা দেন।
গত মে মাসে যুক্তরাজ্য পার্লামেন্টের নির্বাচনে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন টিউলিপ। বৃটিশ এমপি হওয়ার পর এবারই প্রথম বাংলাদেশ সফরে আসলেন বঙ্গবন্ধু নাতনী টিউলিপ সিদ্দিকী ।
বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৫/শরীফ/ রশিদা