পাবনার নগরবাড়ি মহাসড়কের টিনাছড়ি নামক স্থানে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন।
জানা যায়, নাইট স্টার নামে একটি বাস ঢাকা থেকে যাত্রীবোঝাই করে পাবনার দিকে আসছিল। পাবনার সুজানগর উপজেলায় চিনাখড়া নামক স্থানে আসলে সামনের একটি পাথরবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ৭ জন মারা যায়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা