আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে নির্বাচনী এলাকায় আচরণবিধি নজরদারিতে ৩১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক আদেশ জারি করা হয়েছে।
নির্বাচন উপলক্ষে ঢাকা বিভাগে ৭৫ জন, খুলনায় ৪০ জন, রাজশাহীতে ৯০ জন, বরিশালে ২০ জন, চট্টগ্রামে ৫৫ জন, সিলেটে ২০ জন ও রংপুরে ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া ম্যাজিস্ট্রেটরা ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করবেন বলে আদেশে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা