স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রাশিদুল হোসেন আর নেই। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। এসময় তার বয়স হয়েছিল ৮০ বছর।
বিএসএমএমইউ'র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মজিদ ভূঁইয়া জানান, রাশিদুল হোসেন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ