বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বেতন বৈষম্যের অভিযোগকে ‘খামাখা’ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবিকে ‘অজ্ঞতাপ্রসূত’ বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকার ঘোষিত নতুন বেতন স্কেল পরিবর্তনের কোনো সুযোগ নেই।
বুধবার সচিবালয়ে অনলাইনে ব্যক্তিগত আয়কর প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
এর আগে, মঙ্গলবার ‘জাতীয় বেতন স্কেল-২০১৫’-তে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ‘অবনমন করা হয়েছে’ বলে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে। বিষয়টি নিয়ে ওই দিন দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় চত্বরে বিক্ষোভও করেন তারা।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলন একদম খামাখা। তাদের দাবি-দাওয়া যা কিছু এর মধ্যে যৌক্তিক কিছু দেখছি না। অযৌক্তিক দাবিতে তারা এ সব করছেন। ননসেন্স। আটারলি ননসেন্স।’
তিনি আরও বলেন, আমি অবশ্য তাদের (বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের) স্বতন্ত্র বেতন স্কেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু নতুন যে বেতন স্কেল দেওয়া হয়েছে এতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের স্বতন্ত্র বেতন স্কেলের প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘তাদের দাবি একেবারেই অজ্ঞতাপ্রসূত। আমি তাদের সঙ্গে বসে আলোচনা করে ঠিক করেছি।’
এমপিওভুক্ত শিক্ষকদের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এমপিওভুক্তি অত্যন্ত বাজে ব্যবস্থা। এটা স্কুলের স্বার্থ দেখে না, এমনকি ছাত্রদের স্বার্থও দেখে না। শুধু শিক্ষকদের স্বার্থ দেখে। এ জন্য একটি কমিটি করে দিয়েছি। কমিটি যে সুপারিশ করবে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যদিও এই কমিটি খুব ধীরে কাজ করছে।’
বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব