গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, কালো টাকা কি জানি না! টাকা থাকলেই না সাদা-কালো হয়। তবে কালো টাকা বলি আর অপ্রদর্শিত আয় বলি, এটা আবাসন খাতে বিনিয়োগ হলে বিদেশে টাকা পাচার কমবে। তিনি বলেন, ৭৬ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এটাকে রোধ করতে হবে। আর এটা করতে হলে সরকারের নীতি পাল্টাতে হবে।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ দিনব্যাপী আয়োজিত 'রিহ্যাব মেলা-২০১৫' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, কালো টাকা আবাসন খাতে বিনিয়োগ করলে যাতে কোনো প্রশ্ন না করা হয়। আমরা আগেও দেখেছি, আবাসন খাতে কালো টাকা বিনিয়োগ হতো। তখন এ নিয়ে কোনো কথা হয়নি। প্রশ্নও করা হয়নি। এই বিষয়টি যেন আবার ফিরে আসে। আবাসন খাত চাঙ্গা করতে হলে কালো টাকা ব্যবহার করতে হবে। তাহলে দেশের টাকা বাইরে পাচার হবে না।
দেশের টাকা যেন দেশেই থাকে, এই বিষয়ে সরকার ব্যবস্থা নেবে। সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অনুরোধ জানান তিনি।
কালো টাকা বা অপ্রদর্শিত টাকা আবাসন খাতে বিনিয়োগ করা হলে দেশের টাকা বিদেশে পাচারের প্রবণতা কমবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, আমরা অল্প টাকায় সবার জন্য ফ্ল্যাট দিতে চাই। আমি দেখেছি ইন্দোনেশিয়ায় ও মালয়েশিয়ায় আছে ৪০০ বর্গফুট। আমরাও অল্প টাকায় ফ্ল্যাট দিবো সাধারণ মানুষকে। মানুষ যেন ক্রয় ক্ষমতার মধ্যে ফ্ল্যাট পায়, সেই ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানায়। তবে আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়ে নানা উদ্যোগ নিয়েছে।
রিহ্যাবের সভাপতি আলমগীর শামছুল আলামিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মেলার উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়াসহ অন্যরা। বুধবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব