আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতি হিসেবে এটাই তার প্রথম সিলেট সফর। ওই সময় হেলিকপ্টারযোগে তার সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
সিলেট ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে তার এ সিলেট সফর। এরপর শাহজালাল (র.) এবং শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকায় ফিরবেন। সিলেট প্রশাসনের এনডিসি মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। অনুষ্ঠানস্থল ছাড়াও সিলেট মহানগরীতে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
গত বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী সিলেট ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৫/শরীফ