রাজশাহীর বাগমারায়মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি দায়ের করা হয়।
এর আগে শুক্রবার রাজশাহীর বাগমারা উপজেলার সৈয়দপুর চকপাড়া এলাকার ওই মসজিদটিতে জুমার নামাজ শেষে সবাই বের হয়ে আসার সময় আত্মঘাতী বোমা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বোমার স্প্রিন্টারে আহত হয়েছেন তিন মুসল্লি। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা হলেন: ময়েজ তালুকদার, আবদুল অলিম ও পঞ্চম শ্রেণীর ছাত্র নয়ন।
মুসল্লিরা জানান, স্থানীয়ভাবে মসজিদটি কাদিয়ানি সম্প্রদায়ের বলে পরিচিত। হামলাকারী জুমার নামাজ শেষ হওয়া মাত্র কোমরে রাখা বোমাটি বের করে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে আর একজন ছিল। তবে আতঙ্কিত মানুষজন ছোটাছুটি শুরু করলে ওই ব্যক্তিকে ধরা যায়নি।
বিডি-প্রতিদিন/ ২৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা