বাংলাদেশের রাজশাহীর বাগমারায় আহমদীয়া মুসলিম সম্প্রদায়ের এক মসজিদে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
‘ট্র্যাক টেররিজম’ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক এ গবেষণা সংস্থা জানায়, আইএস তাদের বার্তায় জানিয়েছে আবুল ফিদা আল বাঙালি নামে একজন এ হামলা চালিয়েছে। খবর বিবিসি।
ট্র্যাক টেররিজম তাদের টুইটে আইএসের এ দাবি সংক্রান্ত বার্তাটির একটি স্ক্রিনশটও দিয়েছে।
এতে লেখা, ‘ইস্তিশহাদি আল ফিদা আল বাঙালি বিস্ফোরক বেল্ট পরে রাজশাহীর বাগমারায় ধর্মচ্যুত কাদিয়ানিদের এক মন্দিরে ঢুকেছিল। সেখানে বোমার বিস্ফোরণ ঘটিয়ে সে ৩০ জনকে আহত করেছে। আল্লাহ যেন আমাদের ভাইকে শহীদরে মাঝে গ্রহণ করে নেন।’
উল্লেখ্য, বাগমারায় শুক্রবার আহমদীয় মুসলিমদের মসজিদে বোমা হামলায় একজন নিহত এবং তিনজন আহত হন।
বিডি-প্রতিদিন/ ২৬ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন