চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক রাইফেল ও ১৯০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আজ ভোররাত রাত ৪টার দিকে তাদের আটক করা হয় জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারীর আমান বাজার থেকে তিন জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। এময় তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক রাইফেল ও ১৯০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। অভিযান এখনো চলছে।’ এরআগে শনিবার বিকেল থেকে সিএমপি কমিশনারের আদেশে নগরীর আবাসিক হোটেলগুলোতে জঙ্গি ধরতে অভিযান চলে বলে জানান বাবুল আক্তার।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন