সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে সড়ক দুর্ঘটনা ৪ জনের নিহত হয়েছেন। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে সিলেটের দিকে আসা পান বোঝাই একটি ট্রাক একই দিকে আসা একটি প্রাইভেট কারকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার হাজীবাজার ধরমপুর ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পূবালী ব্যাংকের বিয়ানীবাজার চারখাই শাখার কর্মকর্তা ধ্রুব জ্যোতি দাস (৩৬), মৌলভীবাজারের কুলাউড়ার আদিল চৌধুরী (৩৪), সঞ্জিত (৩০) ও প্রকৃতি (৩২)।
স্থানীয়সূত্রে জানা যায়- একটি প্রাইভেট কার সিলেটের দিকে আসছিল। এ সময় পেছন দিক থেকে আসা পান বোঝাই ট্রাক প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেট কারের হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের ২ জন যাত্রী এবং হাসপাতালে আরোও ২ জন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে ২ জন ঘটনাস্থলে এবং ২ জন ওসমানী হাসপাতালে মারা যান।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন