আসন্ন ইংরেজি নববর্ষ অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট উদযাপন সামনে রেখে রাজধানীর বারগুলোতে বিশেষ অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। নিয়ম বর্হিভূত যেকোনো ধরনের কর্মকাণ্ড ঠেকানোর লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রোপলিটন অঞ্চলের উপ-পরিচালক (ডিডি) মূকুল জ্যোতি চাকমা জানান, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বারগুলোতে অনেক অনিয়ম হওয়ার আশঙ্কা থাকে। এ পরিস্থিতি এড়াতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা ৩টি টিমে বিভক্ত হয়ে রাজধানী ঢাকার বিভিন্ন বারে অভিযান চালাচ্ছেন। ইতোমধ্যে নিয়ম ভাঙার অপরাধে ছয় ব্যক্তিকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রোপলিটন অঞ্চলের সহকারী পরিচালক (এডি) খুরশিদ আলম জানান, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন বারে গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে। বিশেষ করে এ রাতে বারের ভিতর ও বাইরে অধিদফতরের গোয়েন্দা সদস্যদের উপস্থিতি থাকবে। গোপন তথ্যের ভিত্তিতে দিন-রাত ২৪ ঘণ্টাই অভিযান চলছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৫/শরীফ