জাতীয় পার্টি ইমেজ সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ। তাঁর দাবি, এই কারণে জাতীয় পার্টি সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে ভালো করতে পারেনি।
শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাপার ৩০মত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, ‘সরকারে আমাদের মন্ত্রীত্ব রয়েছে। আমি প্রধানমন্ত্রীর বিশেষদূত। এতে আমাদের ইমেজ সংকট সৃষ্টি হয়েছে। আর এই কারণেই পৌর নির্বাচনে জাপা ভালো করতে পারেনি''
খবরের কাগজগুলোতে এখনো বিএনপিকে বিরোধী দল হিসেবে উল্লেখ করা হয়, জাতীয় পার্টিকে নয়-এমনটা দাবি করে এরশাদ বলেন, জাতীয় পার্টি থেকে যাঁরা মন্ত্রী হয়েছেন তাঁরা যদি তাঁদের মন্ত্রিত্ব ছেড়ে দেন এবং তিনি নিজেও যদি প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছেড়ে দেন তাহলে দলটি সত্যিকার বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে।
মঞ্চে উপবিষ্ট রওশন এরশাদকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তিনি মন্ত্রী বানিয়েছেন। তিনি চাইলে এখন থেকে বিরোধীদলের দায়িত্ব পালন করতে পারেন। আমরা চাই, জাতীয় পার্টি ইমেজ সংকট থেকে বেরিয়ে এসে বিরোধীদলের দায়িত্ব পালন করুক এবং দলকে সংগঠিত করে আগামীতে ক্ষমতায় আসুক।’
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৫/মাহবুব