মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ করার আশ্বাস দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে সব ধরনের শর্ত মেনে সমাবেশস্থলে আসার আহ্বান জানিয়েছে দলটি। একই সঙ্গে নেতাকর্মীদের কোনো ধরনের উস্কানির প্রতিক্রিয়া না দেখানোর জন্য আহ্বান জানানো হয়েছে।
শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পাওয়ার পর সোমবার রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ''আপনার অত্যন্ত সুশৃঙ্খলভাবে সমাবেশে আসবেন, যাতে রাস্তায় বা অন্য কোথাও যানজটের সৃষ্টি না হয়। একইসঙ্গে কোনো রকম উস্কানির মুখেও প্রতিক্রিয়া দেখাবেন না। জনসভা শান্তিপূর্ণ হবে।''
দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করার জন্য রাজধানীর সোহরাওয়ার্দীতে অনুমতি না পেলেও নয়াপল্টনে শর্তসাপেক্ষে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।
রিজভী জানান, মঙ্গলবার দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হবে। এতে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মাগরিবের নামাজের আগেই সমাবেশ শেষ হবে।
এ সময় সমাবেশ নির্বিঘ্ন করতে আইনপ্রয়োগকারী সংস্থার সহায়তা কামনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব।
বিডি-প্রতিদিন/০৪ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ