ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার সকাল ৮টার দিকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফেনীর মোহাম্মদ আলী থেকে চৌদ্দগ্রামের আমজাদের হাট পর্যন্ত মহাসড়কের উভয় পাশে শতাধিক গাড়ি আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে খবর, আজ সকালে গাড়ির চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে অল্প সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৫ জানুয়ারি, ২০১৬/ রশিদা