নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের অবসান ঘটাতে সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য পথ খুঁজতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য আলাপ-আলোচনা মাধ্যমে একটি পথ বের করি। সংলাপের মাধ্যমেই এই সমাধান বের করতে হবে।’ তিনি বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আছে, তাই তাদেরই এটা করতে হবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্ষমতাসীনদের প্রতি রাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টার অভিযোগ এনে খালেদা জিয়া বলেন, এর আগেও একবার চেষ্টা করেছেন একদলীয় শাসন কায়েম করার। এখন আবার করছেন। মানুষ গুম করে, খুন করে রাজতন্ত্র কয়েম করার যে চেষ্টা আপনারা করছেন, তা কোনো ভালো ফল বয়ে আনবে না।’
তিনি আরও বলেন, সঠিক পথে আসুন, গণতন্ত্রের পথে আসুন। তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, এটা না হলে কখন জনগণ জেগে উঠবে তা বলা যায় না।
খালেদা জিয়া অভিযোগ করেন, বিরোধী দলকে দমনের জন্য সরকার একের পর এক আইন করছে। সংবিধান পরিবর্তন করেছে নিজের স্বার্থে। এই পরিবর্তনে জনগণের ভালোর জন্য কিছু নেই। তিনি বলেন, কেবল ২০১৪ সালের নির্বাচন নয় ২০০৮ সালে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনও পাতানো নির্বাচন ছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ তৎকালীন সেনা প্রধান মইন ইউ আহমেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে আলোচনা করে করেছিল।
বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘একটু ফেয়ার ইলেকশন’ হলেই বিএনপি তাতে জযলাভ করে। কিন্তু আওয়ামী লীগের অধীনে ‘কোনোদিন’ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে ‘হবে না’।
খালেদা অভিযোগ করেন, বিরোধীদের ‘হয়রানি-নির্যাতনের’ জন্য সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করছে। ‘আইনশৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা এখানে আছেন। তাদের প্রতি বলব, এরা তো এই বাংলাদেশেরই ছেলে। এতো অত্যাচার, এতো কষ্ট, গুম খুন করা .. এটা কি ঠিক?’
তিনি আরও বলেন, ‘আপনাদের নিয়ে অন্যায় কাজ করাচ্ছে। আমি বলছি না পুলিশ বাহিনী খারাপ। কিন্তু আপনাদের নষ্ট করছে।’
সবাইকে নিয়ে একসঙ্গে থাকার প্রত্যাশা ব্যক্ত করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ছোট্ট একটি দেশ। আমরা যদি সকলে মিলে-মিশে থেকে কাজ করি, বাংলাদেশকে আমরা একটি সুন্দর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব।’
পৌর নির্বাচনের সময় বিএনপি নেতাদের সাক্ষাৎ না দেওয়ায় খালেদা জিয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সমালোচনা করে বলেন, ‘তিনি (সিইসি) কি এমন লাটসাহেব হয়েছেন যে দেখা করতে পারেন না।’ খালেদা জিয়া এসময় সিইসিকে অথর্ব ও মেরুদণ্ডহীন বলে উল্লেখ করেন।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব