বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সাক্ষাৎ করবেন সৌদি প্রিন্স। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
সৌদির প্রিন্স তুর্কি বিন আব্দুল্লাহ আল সৌদ ও প্রিন্স বদর বিন আবদুল্লাহ আল সৌদ, আইডিবি প্রেসিডেন্ট ড. আহম্মদ মোহাম্মদ আলী সাক্ষাতে অংশ নেবেন।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান ও শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৬/এস আহমেদ