বাংলাদেশ বিমানের নিজস্ব উড়োজাহাজ 'ময়ূরপঙ্খী' ও 'মেঘদূত' এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ দু'টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বিশ্বখ্যাত বোয়িং কোম্পানির কাছ থেকে কেনা নতুন এ উড়োজাহাজ দু'টি গত মাসে ঢাকায় আসে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বিমান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ ও বিমানের ভারপ্রাপ্ত সিইও উইং কমান্ডার (অব.) আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ''আমাদের নিজস্ব কার্গো নেই। কিন্তু বিমানকে আরও লাভজনক করতে কার্গোর প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।''
তিনি বিমান কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ''আমরা কষ্ট করে এগুলো করে দিয়ে যাচ্ছি। কিন্তু তা রক্ষার দায়িত্ব আপনাদের।''
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৬/এস আহমেদ