আগামী শনিবার থেকে ভোজ্য তেলের দাম লিটারে পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভোজ্য তেল ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।আজ বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী ও ব্যবসায়ীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সভায় ব্যবসায়ীরা প্রথমে লিটার প্রতি চার টাকা কমানোর প্রস্তাব দেন। জবাবে মন্ত্রী পাঁচ টাকা কমানোর অনুরোধ জানালে এসোসিয়েশনের নেতারা তা মেনে নেন।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৬/শরীফ