রাষ্ট্রদ্রোহ ও নাশকতার মোট ১০টি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৯ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে এই ১০ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন আজ বৃহস্পতিবার ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন করেন তার আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ।
আদালত সময়ের আবেদন মঞ্জুর করে বলেন, আগামী ৯ জানুয়ারি খালেদা জিয়াকে আদালতে উপস্থিত হতে হবে। যদি তিনি উপস্থিত না হন তাহলে তার জামিন বাতিল করা হবে।
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে- দারুস সালাম থানার নাশতার ৮ মামলা, রাষ্ট্রদ্রোহের ১টি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক আইনে ১টি।
বিডি প্রতিদিন/ ০১ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম-৮