বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৪১৬ জন উপ-পরিদর্শককে (নিরস্ত্র, এসআই) পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদোন্নতির বিষয়টি জানানো হয়। তাদের দেশের বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান সরকারের সময়ে সবচেয়ে বেশি সংখ্যক এসআই’র পদোন্নতির ঘটনা এটাই প্রথম। পদোন্নতি পাওয়া পরিদর্শকদের পুলিশের নবগঠিত বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব