বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে আমি নাসিক নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, ভয়ভীতিমুক্ত, নিরপেক্ষ, সকল ধরণের ভীতি, শঙ্কা, অস্বস্তি দূর করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ হলে সাধারণ ভোটাররা দল বেঁধে নির্বাচনী কেন্দ্রে স্বতঃস্ফুর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এমনকি আমরা নিশ্চিত সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিরাজমান হলে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিপুল ভোটে বিজয়ী হবেন। আজ বেলা সাড়ে এগারোটায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নাসিক নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে প্রচার প্রচারণার জন্য খালেদা জিয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, ম্যাপও তৈরি হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের এক অস্বাভাবিক সিদ্ধান্তের কারণে খালেদা জিয়া আজ নির্বাচনী প্রচারণায় যেতে পারছেন না। গণমাধ্যমের খবরে জানা যায়, ক্ষমতাসীন দলের রাজনৈতিক পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত তিন শতাধিক সন্ত্রাসী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকা চষে বেড়াচ্ছে। স্থানীয় প্রশাসনের জ্ঞাতসারেই অরাজক পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার