প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ও দেশটির সংসদ সদস্য রুশনারা আলী। বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় দুই দেশের বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় রুশনারা আলীর মাধ্যমে লন্ডনের সঙ্গে ঢাকার সরাসরি কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বৃটিশ সরকারের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। গত ৮ মার্চ নিরাপত্তা জনিত কারণে যুক্তরাজ্য ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইটে নিষেধাজ্ঞা দিয়েছিলো।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
প্রধানমন্ত্রীর আহ্বানে রুশনারা আলী বলেন, তিনি যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর সঙ্গে এই ইস্যুতে আলোচনা করবেন।
সাক্ষাৎকালে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ রেলওয়ের সঙ্গে বৃটিশ একটি কোম্পানির সমঝোতা স্মারক সইয়ে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সম্ভবনাময় খাতে যুক্তরাজ্যের আরও বিনিয়োগ প্রত্যাশা করেন।
ঢাকার সঙ্গে পটুয়াখালীর কুয়াকাটায় পায়রা সমুন্দ্র বন্দরের সঙ্গে ২৪০ কিলোমিটার রেললাইন স্থাপনে গতকাল বাংলাদেশ রেলওয়ে এবং বৃটিশ কোম্পানি ডিআর রেল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। প্রাথমিক বাজেট অনুযায়ী এ প্রকল্পে ৬০ হাজার কোটি টাকা দরকার পড়বে, যেটি বৃটিশ কোম্পানি বহন করবে।
বৃটিশ পার্লামেন্টে তিন বাংলাদেশি বংশোদ্ভূত নারীর সংসদ সদস্য নির্বাচিত হওয়া বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা গর্বিত, আমাদের তিন কন্যা বৃটিশ পার্লামেন্টে রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ