ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রবিবার দিনগত রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানা গেছে। এ সময় মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে চারটি ফেরি আটকা পড়ে।
পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বলেন, রবিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় প্রচণ্ড কুয়াশা পড়তে শুরু করে। মধ্যরাতে অতিরিক্ত কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌ দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থাকার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম