বাংলাদেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ৫৬০টি পর্নোসাইট বন্ধ করেছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সচিব সরওয়ার আলম। ইন্টারনেটে আপত্তিকর কন্টেন্ট ও পর্নোগ্রাফি প্রকাশ বন্ধের প্রক্রিয়ার শুরুতে এই পর্নোসাইট গুলো বন্ধ করা হয়েছে। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, গত সোমবার ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি), ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্টদের ৫৬০টি সাইটের তালিকা দেয়া হয়েছিল। বুধবার থেকে সেই নির্দেশনাটি কার্যকর হয়ে গেছে।
জানা যায়, বাংলাদেশে ইন্টারনেটে পর্নোগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট প্রকাশ বন্ধে তাগিদে টেলিযোগাযোগ বিভাগ গত ২৮ নভেম্বর অনলাইনে আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় একটি কমিটি গঠন করে। কমিটি ইন্টারনেটে পর্নগ্রাফি ও আপত্তিকর কনটেন্টের পূর্ণাঙ্গ ওয়েব তালিকা প্রস্তুত করে বাংলাদেশে সেগুলোর প্রদর্শন বন্ধে ৩ স্তরের কারিগরি প্রস্তাব তৈরি করবে বলে জানায়। তাছাড়া সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছিলেন, যেসব পেজ দেশের ভেতর জেনারেট হচ্ছে, সেগুলো র্যানডম বন্ধ করবে আইএসপিগুলো। সব আইএসপিকে এ সাইটগুলো বন্ধ করতে হবে। কারণ কেউ যদি ব্লক না করে তাহলে তাদের কাস্টমার বেড়ে যাবে। তবে দেশের বাইরের পর্নোসাইটগুলো বাংলাদেশে দেখার পথ পুরোপুরি বন্ধ করা কঠিন হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার