বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন ছিল ভোটারবিহীন বিতর্কিত নির্বাচন। ক্ষমতায় টিকে থাকতে সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে একটি একতরফা নির্বাচন করেছে আওয়ামী লীগ, যা ছিল একটি দেশের রাজনৈতিক ইতিহাসে এক নির্লজ্জ তামাশা। আজ দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি হচ্ছে আগামী ৫ জানুয়ারি। দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে। অন্যদিকে, আওয়ামী লীগ দিনটি পালন করে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে। দুই দলই দিনটিকে সামনে রেখে কর্মসূচি দিয়েছে। আওয়ামী লীগ ইতিমধ্যে বলেছে, ৫ জানুয়ারি জনগণ বিএনপিকে মাঠে নামতে দেবে না। বিএনপি বলেছে, তাদের কর্মসূচি হবেই।
রিজভী বলেন, আওয়ামী লীগের নেতারাও সে সময় বলেছিলেন, নির্বাচনটি ছিল নিয়ম রক্ষার নির্বাচন। কিন্তু সেই প্রহসনের নির্বাচন হয়ে যাওয়ার পর আওয়ামী নেতারা সে কথা ভুলে গিয়ে ক্ষমতা আঁকড়ে রাখলেন। নতুন বছরে মানুষের আশা, সরকারি প্রভাবমুক্ত নির্বাচন কমিশনের অধীনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে সরকার বিএনপির কর্মসূচি নিয়ে কোনো টালবাহানা করবে না। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছে, ঢাকাসহ সারা দেশে সে কর্মসূচি পালনের ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার